বৃক্ষরোপনের মাধ্যমে বঙ্গবন্ধুর সবুজ বাংলা গঠনের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে : এমপি শাওন

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলার তজুমদ্দিনে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০ হাজার বৃক্ষরোপন কর্মসূচির উদ্ভোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।


এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, বৃক্ষরোপনের মাধ্যমে বঙ্গবন্ধুর সবুজ বাংলা গঠনের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। পরিবেশ ও জলবায়ু মোকাবেলায় শেখ হাসিনার প্রথম পদক্ষেপ হলো খালি জায়গায় গাছ রোপন করে সুবজ বাংলা গড়ে তোলা।


উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের সভাপতিত্বে অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়রম্যান মহিউদ্দিন পোদ্দার, অধক্ষ হেলাল উদ্দিন সুমন, যুবলীগের সভাপতি শহিদুল্যাহ কিরণ, সাধারণ সম্পাদক আঃ রহমান, জেলা পরিষদ সদস্য মিশু হাওলাদার, ছাত্রলীগের সভাপতি আমিন মহাজন, সাধারণ সম্পাদক মোঃ রাসেল প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।