ভোলায় আরও ১৪ জন করোনা আক্রান্ত, মোট ৩৭৬

ফাইল ছবি:

ভোলায় আরও ১৪  জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৬ জনে। নতুন করে ২২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১৯৯ জন সুস্থ্য হয়েছেন । এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জুলাই) ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এসব তথ্য নিশ্চিত করেন।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭ জন, দৌলতখানে একজন, চরফ্যাশনে দুইজন ও মনপুরায় ৪ জন রয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৩৭৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৯৯ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ১৭১ জনের মধ্যে সুস্থ ৯৮ জন। দৌলতখানে আক্রান্ত ২৮ জনের মধ্যে সুস্থ ১৯ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৪৬ জনের মধ্যে সুস্থ ২৪ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ২৪ জনের মধ্যে সুস্থ ৭ জন, লালমোহনে আক্রান্ত ৪০ জনের মধ্যে সুস্থ ১৯ জন, চরফ্যাশনে আক্রান্ত ৪৫ জনের মধ্যে সুস্থ ২৩ এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ২২ জনের মধ্যে সুস্থ ৯ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৫ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।

সূত্র আরও জানায়, এ পর্যন্ত ভোলা থেকে ৪০০৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে রির্পোট এসেছে ৩৭৬৯ জনের। এছাড়া ২৩৬ জনের রির্পোট এখনো অপেক্ষমান রয়েছে। অপরদিকে নতুন করে আরো ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ৫১৮৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হলো। এর মধ্যে ৪৮৯৬ জনের হোম কোয়ারেন্টাইন সমাপ্ত হয়েছে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছে ২৮৯ জন। আইসোলেশনে আছেন ১৩ জন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।