গলাচিপায় ৩৬ বছরেও বিদ্যুৎ পায়নি ৪টি পরিবার

গলাচিপা পৌরসভা ৬ নং ওয়ার্ডে ৪টি পরিবার ৩৬ বছর ধরে বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছে। অথচ সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার প্রতিশ্রুতি বদ্ধ। কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর খাম খেয়ালিপনায় এ প্রকল্পটি ধীর গতিতে চলেছে। পরিবার গুলো বিদ্যুৎ না পাওয়ায় নানা ধরনের সমস্যা রয়েছে। একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ১৯৮৪সালে গলাচিপায় উপজেলায় বিদ্যুৎ সরবারহ দেয়া হয়।

জানা গেছে, গলাচিপা পৌরসভার ৬নং ওয়ার্ডের রতনপুর এলাকার আকন বাড়ির ১৩টি ঘরে বিদ্যুৎ সুবিধা পেলেও, ৪টি পরিবার এ সরকারী সেবার বাইরে রয়েছে। ঘরগুলোর মালিক- হাফিজ আকন, আবুল হোসেন আকন, আলাউদ্দিন আকন ও হারুন মিয়া।
ভুক্তভোগী হাফিজ আকন জানান, আমাদের বাড়ির আশে পাশে প্রায় সকল বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হলেও আমরা ৪টি পরিবার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। এতে বিদ্যুৎ বঞ্চিত পরিবারগুলোর ছেলে-মেয়েদের লেখাপড়ার বিঘ্নসহ বিভিন্ন সমস্যা পড়তে হচ্ছে। একাধিক বার উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসে গেলে কতৃপক্ষ পটুয়াখালী পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে বলে। পরে পটুয়াখালী অফিসে গেলে তারা আবার গলাচিপা অফিসে ফিরিয়ে দেয়। এভাবে কয়েক বার ঘুরপাক খেলেও এখন আদৌ কোনো সমাধান পায়নি। এছাড়া পৌরসভার কর পরিশোধের জন্য বলায় তা পরিশোধ করলেও এখনো কোনো সাড়া পাচ্ছি না। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির গলাচিপা জোনাল অফিসের ডিজিএম ইঞ্জিনিয়ার মোঃ মাইনুদ্দিন জানান, করোনার কারণে উপজেলায় শতভাগ বিদ্যুাতয়নের কাজ কিছুটা ধীর গতিতে চলছে। পরিস্থিতি সুবিধা জনক হলে খুব দ্রুত বিদ্যুৎ বঞ্চিতদের সুবিধা দেয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।