করোনায় ভোলার সাবেক জেলা ও দায়রা জজ ফেরদৌস আহমেদের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং ভোলার সাবেক জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস আহমেদ (৫৫) (ইন্নালিল্লাহি—–রাজিউন)। বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দায়রা জজ ফেরদৌস আহমেদের জামাতা লে. কর্নেল সাজ্জাদ তার শ্বশুরের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।
গত ১৫ জুন তার করোনা রিপোট পজিটিভ হয়। এরপর তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ জুন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হয়। সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন জজ ফেরদৌস আহমেদ। উল্লেখ্য, ফেরদৌস আহমেদ লালমনিরহাটে যোগদানের আগে ভোলায় জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে ভোলা ও লালমনিরহাটের জেলা প্রশাসনে শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।