মনপুরায় অতিরিক্ত ঘুমের ঔষধ খেয়ে একজনের মৃত্যু

ভোলার মনপুরা ১নং ইউনিয়নে বিচ্ছিন্ন কলাতলির চরে রাতে মহিউদ্দিন (৪৫) নামে এক যুবক নিজ ঘরে অতিরিক্ত ঘুমের ঔষধ খেয়ে অচেতন হয়ে পরলে রাত দুইটার দিকে তাকে মনপুরা হাসপাতালে আনা হয়।

পরে হাসপাতালের কর্তব্যরত ডাঃ আরিফুল ইসলাম তাকে মৃত ঘোষনা করেন।

মৃত মহিউদ্দিনের বাড়ী ১নং মনপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবাসন বাজার।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্বামী- স্ত্রীর মাঝে ঝগড়া চলছিল। তাদের দুজনের মধ্যে তেমন বনাবনি ছিলনা। ঘটনার রাতে তাকে ঘরের ভিতর অচেতন অবস্থায় পরে থাকতে দেখে তার স্বজনরা তাকে মনপুরা হাসপাতালে নিয়ে আসেন। পরে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

মনপুরা হাসপাতালের ডাক্তার আরিফুল ইসলাম জানান, অতিরিক্ত ঘুমের ঔষুধ খাওয়ার কারনে এ ঘটনা ঘটতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, আসলে কি কারনে মৃত্যু হয়েছে সেটা এখনও পরিষ্কার নয়। আমরা মরদেহ ভোলার মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের পর মুত্যুর সঠিক কারন হয়তো জানতে পারবো।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।