লকডাউনের ঈদ

শফিকুল আলম
রহিম মিয়ার ছোট্ট ছেলে
কাঁদছে বসে একা,
আজও কেন হয়নি তাহার
নতুন জামার দেখা!
ঈদের বাকী অল্প ক’দিন
বাবার পকেট ফাঁকা,
লকডাউনে বন্ধ রুজি
নেই যে কোন টাকা।
সংসার এখন টানাপোড়ন
চলছে তাদের বেশ,
বড়লোকে খাচ্ছে বসে
করছে তারা শেষ।
ধনী যারা আছে তাদের
নতুন কেনা জামা,
আবুল মিয়া ঈদে কিনে
বছরে যা কামা।
বড়লোকের প্রতি মাসে
পণ্য থাকে কেনা,
লকডাউনে গরীব লোকের
বাড়ছে শুধু দেনা।

আরও পড়ুন

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page