রত্নগর্ভা শেখ হাসিনা

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন)
তোমার জন্ম ধন্য এ দেশ
স্বপ্ন রাঙা তুমি
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা
ধন্য তুমি শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর স্বপ্ন সকল করতে তুমি
একটুও দ্বিধাবোধ করনি,
বঙ্গবন্ধুর হত্যাকারীদের
প্রতিশোধ নিতে তুমি ভুল করনি।
না খেয়ে, না শুয়ে, বিশ্রাম না নিয়ে
ঘুমিয়ে তুমি রওনি,
নির্ভীক, নি:স্বার্থ, যোগ্য নেতৃত্বে
কঠোর পরিশ্রমে
সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছ
জাতির জনক বঙ্গবন্ধুর নামে।
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা তুমি
ধন্য তুমি শেখ হাসিনা
তোমার জন্মদিনে বাংলার ঘরে ঘরে
বাজে মঙ্গল শঙ্খ, বাজে শুধু বীণা।