তজুমদ্দিনে ২০ হাজার মিটার ইলিশ জাল আটক

ভোলার তজুমদ্দিনের মেঘনায় অবয়াশ্রমে দুই মাসের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ভোর রাতে কোষ্টগার্ড অভিযান চালিয়ে ২০ হাজার মিটার ইলিশজাল আটক করেছে। আটককৃত জাল শশীগঞ্জ স্লুইজঘাটে এনে আগুণে পুড়ে নষ্ট করা হয়েছে।
কোষ্টগার্ড কমান্ডার মোঃ আসাদ জানান, মঙ্গলবার ভোর রাতে সেহরী খাওয়ার পর নিয়মিত অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ড সদস্যদের নিয়ে অভয়াশ্রমে টহলে বের হই। এ সময় চরজহিরউদ্দিন এলাকার মেঘনা থেকে প্রায় ২০ হাজার মিটার ইলিশজাল আটক করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান জানান, নিষেধাজ্ঞার শেষ সময়ে জেলেরা বেপরোয়া হয়ে নদীতে নামার চেষ্টা করছে। এজন্য কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর রাত দিন যৌথ অভিযান পরিচালনা করছে। আটককৃত জাল সকালেই শশীগঞ্জ স্লুইজঘাটে এনে আগুণে পুড়ে নষ্ট করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।