জনগণের সুখে-দু:খে পাশে আছি, থাকবো- এমপি মুকুল

করোনা ভাইরাসের কারণে ভোলার দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া দরিদ্র মানুষগুলো। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার প্রত্যেক ইউনিয়ন ঘুরে ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল সামাজিক দুরত্ব বজায় রেখে এসব কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
কর্মহীন অসহায় ও শ্রমজীবী পরিবারের মানুষগুলো এসব খাদ্যসামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল,আলু ও পেঁয়াজ। এছাড়াও মিষ্টি কুমরা, তরমুজ,ও হাত ধোয়ার সাবানও দেওয়া হয়েছে।

এসময় এমপি মুকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতে দেশে খাদ্যের সংকট দেখা দিবে না। তবে আপনারা নিজেদের বাঁচাতে প্রধানমন্ত্রীর নির্দেশে ঘরে থাকুন। আপনাদের ত্রাণ শেষ হয়ে গেলে আবার পৌছে দেয়া হবে। তিনি আরও বলেন, রাজনীতি করি সাধারণ জনগণের জন্য। জনগণের সুখে-দু:খে পাশে আছি, থাকবো।

এসময় দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, হাজিপুর ইউনিয়ন চেয়ারম্যান হামিদুর রহমান টিপুসহ আওয়ামীলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।