শতাব্দীর মহানায়ক অনন্য মুজিব

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন)

হে শতাব্দীর মহানায়ক, জাতির পিতা,
স্বাধীনতা সংগ্রামের,
লও সালাম, বঙ্গবন্ধু,
স্বাধীন, দিবসের।

তুমি বলেছিলে, এবারের সংগ্রাম,
স্বাধীনতার সংগ্রাম,
এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম,
যার যা-আছে, তাই নিয়ে,
শত্রুর বুকে ঝাঁপিয়ে পড়ো,
এদেশকে মুক্ত করে, স্বাধীন সার্বভৌম,
বাংলাদেশ সৃষ্টি করো।

তাই তোমার প্রেরণায়, যুদ্ধ করেছি,
তোমার প্রেরণায়, বই লিখেছি,
বাড়ী-ঘর-ছেড়ে, ছেলে-মেয়ে ফেলে,
মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছি।

হে শতাব্দীর মহানায়ক, জাতির পিতা,
স্বাধীনতা সংগ্রামের,
লও সালাম বঙ্গবন্ধু
স্বাধীন, দিবসের।

আরও পড়ুন

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।