চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন

জিবিএস ভাইরাসে আক্রান্ত ভোলার মেধাবী শিক্ষার্থী অর্ণব

ভোলায় সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের মেধাবী শিক্ষার্থী অর্ণব রায় হঠাৎ করে দুরারোগ্য জিবিএস ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার (৭ জানুয়ানি) থেকে মৃত্যু শয্যায় রয়েছেন। তার চিকিৎসার জন্য ১০ লাখ টাকা প্রয়োজন। প্রতিদিন ১ লাখ ২০ হাজার টাকার ইনজেকশনসহ ওষুধ প্রয়োগ করতে হচ্ছে। তার পিতা নেই। অতিদরিদ্র্য ও অচ্ছ্বল পরিবারের সন্তান অর্ণব তার চিকিৎসার ব্যয় বহনে সকলের সহযোগিতা কামনা করেছেন। ভোলা হাসপাতাল থেকে তাকে বরিশাল রেফার করা হয়েছে। বর্তমানে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালে ডাঃ অমিতাভ সরকারের অধীন চিকিৎসাধিন। অর্ণবের বাড়ি ভোলার লালমোহন উপজেলার গজারিয়া এলাকায়। তিনি ভোলায় থেকে লেখাপড়া করছেন। অর্ণবের চিকিৎসার জন্য সহযোগিতা চেয়েছেন ছোট ভাই বাপন চন্দ্র রায়। সহায্যে পাঠানোর ঠিকানা ঃ ব্রাক ব্যাংক, ভোলা শাখা- হিসাব নম্বর-৪৩২১৪৯০০১৬২৪৮৬৩২, মোবাইল ফোন নাম্বার-০১৭৮৫৫৮২২১৩, বিকাশ-০১৮২৮৭৮৮৭৯০।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।