ভোলায় মেঘনায় জলদস্যুর হামলায় জাহাজের এক স্টাফের মৃত্যু

ভোলা সদর উপজেলার মেঘনা নদীর ভোলার চর সংলগ্নে আটকা পরা জাহাজে জলদস্যুর হামলায় জাহাজের ডালিম মল্লিক (৩৫) নামে এক স্টাফের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ডালিম বরগুনা সদর থানার ছোট তালতলীর ৮ নং ওয়ার্ডের সেলিম মল্লিকারের ছেলে।
ডালিমের সহকর্মী মোঃ আলমাস জানান, আমরা সিলেট থেকে লাল বালি নিয়ে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্য পূর্ণ আশফাক-১ নামের জাহাজ নিয়ে আসলে ভোলার ডুবো চরে ৩ দিন পর্যন্ত আটকা পড়ি। হঠাৎ বৃহস্পতিবার ভোর রাতে একদল লোক বন্ধুক নিয়ে আমাদের জাহাজে হামলা করে। ডালিম ভয়ে রির্জাভ তৈলের ট্যাংকির মধ্যে লুকিয়ে যায়, আর আমরা ইঞ্জিন রুমে গেলে আমাদের সেখান থেকে নিয়ে মারধর করে এবং যাওয়ার সময় বলে যায় যে তোদের ওরে গোসল করা। এরপর আমরা গিয়ে দেখি ডালিমের সম্পূর্ণ শরীর তৈলে আক্রান্ত ও মুখ ও নাক দিয়ে তরল পদার্থ গ্যাস বের হয়েছে এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন শীল জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে নিয়ে এসেছি, ময়নাতদন্ত রিপোর্টের পর বলা যাবে কিভাবে মৃত্যু হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।