ভোলায় আইনজীবীর চেম্বারে বিচার প্রার্থীর ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন

ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিজ্ঞ আইনজীবীর চেম্বারে পুলিশের এসআই ও কনস্টেবল প্রবেশ করে এক বিচারপ্রার্থীকে মারধর ও আইনজীবীদের সাথে অসদাচরণ এর প্রতিবাদে ভোলায় আইনজীবীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল দশটায় ভোলা জেলা আইনজীবী সমিতির দক্ষিণ বারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভোলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. সালাউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মো. ইফতারুল হাসান শরীফ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড.মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক অ্যাড. মো. নুরুল আমিন নূরনবী, অ্যাডিশনাল পিপি অ্যাড.সোহেব মামুন, অ্যাড. ড. আমিরুল ইসলাম বাসেত, অ্যাড. ফরিদুল ইসলাম রাজিব হাওলাদার প্রমুখ। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, ভোলা থানার এসআই লুৎফর রহমান ও কনস্টেবল বেআইনিভাবে একজন বিজ্ঞ আইনজীবী চেম্বারে ঢুকে ওয়ারেন্ট ছাড়াই একজন বিচারপ্রার্থীকে অতর্কিত হামলা করে আহত করেন। বিষয়টি আইনজীবীগণ জানতে চাইলে পুলিশ তাদের সাথে অসদাচরণ করেন। যা অত্যন্ত দুঃখজনক। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসআই লুৎফুর রহমান ও সাথে থাকা কনস্টেবল সদস্যকে প্রত্যাহার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তোলে আলটিমেটাম প্রদান করেন।

উল্লখ্য, গত শনিবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সালাউদ্দিন হাওলাদারের চেম্বার এ বেআইনিভাবে ভোলা থানার এসআই লুৎফুর রহমান ও একজন কনস্টেবল প্রবেশ করে কোন ওয়ারেন্টি ছাড়াই এক বিচারপ্রার্থীকে মারধর করে আহত করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।