রমজানে দ্রব্যমুল্যের দাম সহনশীল রাখার দাবিতে বাংলাবাজার প্রেসক্লাবের লিফলেট বিতরণ ও গণসংযোগ

মনজুর রহমান কামরুল ॥ রমজান মাস উপলক্ষে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং দিনের বেলা হোটেল-রেস্তোরা বন্ধ রাখার অনুরোধ জানিয়ে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ, গণসংযোগ করেছেন বাংলাবাজার প্রেসক্লাব। সোমবার আসরের নামাজের পরে বাংলাবাজার ব্যবসায়ীদের মাঝে এ সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়েছে। অপরদিকে মাগরিব বাদ ঘুইংগার হাট বাজারে মুসল্লিদের নিয়ে স্বাগত মিছিল করা হয়েছে।
বাংলাবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ গিয়াস উদ্দিন এর পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বাংলাবাজার প্রেসক্লাব সহ-সভাপতি সৈয়দ মোঃ নজরুল ইসলাম, আশ্রাফ উদ্দিন ফারুক প্রমুখ। বক্তারা বলেন, রমজান আসলে পৃথিবীর বেশ কিছু দেশে দ্রব্যমূল্যের দাম কমানো হয়। অথচ বাংলাদেশ তার বিপরীত। রমজান আসলে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার জন্য দ্রব্যমুল্যের দাম বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে দুর্বিপাকে রাখেন। দেশের জনগণের স্বার্থ বিবেচনা করে অসৎ উদ্দেশ্য থেকে সরে এসে ব্যবসায়ীদের ঈমানী দায়িত্ব পালনের দৃষ্টান্ত রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। এসময় উপস্থিত ছিলেন বাংলাবাজার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন মাহমুদ, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম পলাশ, ক্রীড়া সম্পাদক রাহাত তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মনজুর রহমান কামরুল।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।