সর্বশেষঃ

দৌলতখানে মুরগির ফার্ম ভাঙচুরের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ ভোলার দৌলতখানে জমিজমা বিরোধের জেরে তানজীদ নামে এক ব্যক্তির মুরগীর ফার্ম ভাঙচুর করার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে দৌলতখান পৌরসভা ৪নং ওয়ার্ডে সাবেক সেলিম চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তানজীদ জানান, দীর্ঘ কয়েক বছর ধরে তাদের জমিতে মুরগীর ফার্ম দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। সোমবার সকালে জমি-জমা বিরোধের জেরে তার চাচা খোকন ও মাইনুল মিয়ার নেতৃত্বে জসিম, আকবর, ফিরোজ মিলে মুরগীর ফার্মটি ভেঙ্গে ফেলেন। এ ঘটনায় দৌলতখান থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী তানজীদ।

এ ব্যাপারে খোকন ও মাইনুল মিয়া বলেন, আমাদের জমিতে ওই ফারম নির্মাণ করার পর তাকে একাধিক বার সরিয়ে ফেলতে বলেছি। বিষয়টি থানার কর্মকর্তাকে জানিয়েছি। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।