সর্বশেষঃ

পঙ্গু স্বামী নিয়ে ঝুপড়ি ঘরে পূর্ব ইলিশার জাহানারা দম্পতি’র বাস।। একটি ঘরের আকুতি

 

ইয়ামিন হোসেন।

সরকার মানুষকে কত কিছু দেয়, আমার মত অভাগারে চোঁখে দেখেনা। পঙ্গু স্বামী ও স্বামী পরিত্যক্তা মেয়েসহ ৬ জন নিয়ে এ ঝুপড়ি ঘরে থাকি। আমনেরা পারলে একটা ঘরের জোগাড় করে দেন। এমন করেই কথাগুলো বলেছেন পূর্ব ইলিশা ১নং ওয়ার্ডের ফেরিঘাট সংলগ্ম জাহানারা বেগম।
এ প্রতিবেদক আজ দুপুরে ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কম্বল দিতে গেলে এসব কথা বলেন।
জাহানার বলেন, মেয়ে বিয়ে দিসি, একটা নাতনি আছে, জামাই বিয়ে করে আরেক জায়গায় চলে গেছে। ৬ বছর স্বামী পঙ্গু হয়ে আছে। গুচ্ছগ্রামে ছিলেন। নদীভাঙ্গনের পর এখানে আছি। বৃষ্টি আসলেই পানিতে সব ভিজে যায়। রাতে সবাই পা মেলে একটু ঘুমাতে পারিনা। জায়গা হয়না যদি আপনারা কইয়া একটা লইয়া দিতেন দোয়া করতাম।
দুচোখর পানি ছেড়ে এ ভাবেই আকুতি জানান জাহানারা।
জেলা প্রশাসন যদি জাহানারা বেগমের পরিবারের জন্য একটি ঘরের ব্যবস্থা করে তাহলে পঙ্গু স্বামীকে নিয়ে বাকি সময়টা আরামে থাকতে পারবে বলে জানান তিনি।
ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল বলেন, জাহানারার বিষয়ে খোঁজ-খবর নিয়ে তার জন্য ঘরের ব্যবস্থা করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।