সর্বশেষঃ

বোরহানউদ্দিনে হাত বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ ভোলার বোরহানউদ্দিনে দু-হাত বাঁধা অবস্থায় গাছের সঙ্গে ঝুলে থাকা আরিফ (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার বলছে, দুর্বৃত্তরা আরিফকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। পুলিশের দাবি, প্রাথমিকভাবে এটিকে হত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া ঘটনার প্রকৃত কারণ বলা সম্ভব না। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার কুতুবা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে পুলিশ আরিফের মরদেহ উদ্ধার করে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেন। আরিফ ওই গ্রামের মৃত সিদ্দিক গাজীর ছেলে। সে পেশায় ইলেকট্রিশিয়ান। গেল কয়েকমাস আগে পরিবারকে না জানিয়ে আরিফ তার প্রেমিকাকে বিয়ে করেছিল।
নিহতের পরিবার এবং পুলিশ সূত্রে জানা যায়, গেল রাতে আরিফ ঢাকা থেকে বাড়িতে আসে। রাত সাড়ে ১০টার দিকে আরিফের মুঠোফোনে একটি কল আসে। কলটি রিসিভ করে আরিফ ঘর থেকে বের হয়ে যায়। সারা রাত পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে পায়নি। সকালে তার মা দেখতে পান ঘরের পেছনের একটি গাছের সঙ্গে আরিফের মরদেহ ঝুলে আছে।
আরিফের মা জানান, কে বা কারা আরিফকে কল দিয়েছিল তা তিনি জানেন না। কল রিসিভ করে সঙ্গে সঙ্গে আরিফ ঘর থেকে বের হয়ে গেছে। ওসি জানান, দু’হাত রশি দিয়ে বাঁধা অবস্থায় গাছের সঙ্গে আরিফের মরদেহ ঝুলে ছিল। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী ধারণা করা হচ্ছে, তাকে দুর্বৃত্তরা হত্যা করে ঝুলিয়ে রেখেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এ ঘটনায় অন্য কোনো মন্তব্য করতে পারছি না। তিনি আরও জানান, আরিফ পরিবারের সম্মতি না নিয়ে তার প্রেমিকাকে বিয়ে করেছে। এসব নিয়েও পারিবারিক মনোমালিন্য রয়েছে। আরিফের মা বাদী হয়ে এ ঘটনায় একটি এজাহার দিয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।