ভোলায় মানববন্ধনে ব্রাকের পণ্য বর্জনের আহ্বান।। শিক্ষক মাহতাবকে পুনর্বহালের দাবী

ইয়ামিন হোসেন : ভোলায় মানববন্ধনে আসিফ মাহতাব কে চাকুরীতে পুনর্বহাল এবং পাঠ্যপুস্তক সংশোধন ও ব্রাকের সকল পণ্য বর্জনের আহ্বান করা হয়েছে। নতুন কারিকুলামে অসঙ্গতি দূরীকরণ, পাঠ্যপুস্তক সংশোধন, মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব কে স্বপদে পুনর্বহালের দাবীতে ভোলা জেলা উত্তরের জাতীয় শিক্ষক ফোরামের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এসব বলেন বক্তারা।
বক্তারা বলেন, সরকার ফ্রি বই দেওয়ার নামে আজ বাচ্ছাদের কুটকুট খেলা শিখাচ্ছে। যা হাস্যকর। জাতির মেধাশূন্য করার জন্য এ প্রচেষ্টা বলেও মন্তব্য করেন তারা।
বৃহস্পতিবার বেলা ১১ টায় ভোলা শহরের কে জাহান মার্কেট এর সামনে মাওলানা ইব্রাহীম খলিলের সঞ্চালনায় এসব বলেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আতাউর রহমান মোমতাজী, মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, মাওলানা তরিকুল ইসলাম, ভোলা জেলা জাতীয় শিক্ষক ফোরাম সভাপতি মাওলানা আবদুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ মেহেদী হাসান, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল জলিলপ্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।