সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে কোষ্টগার্ড তৎপর রয়েছে- ভোলায় মহাপরিচালক 

ছবি : ভোলার বাণী

ইয়ামিন হোসেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার আইনশৃঙ্খলা রক্ষায় কোষ্টগার্ডের কার্যক্রম পরিদর্শন করেছেন কোষ্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী,এনবিপি,বিসিজিএম,এনডিইউ,এএফডব্লিউসি,পিএসসি।
আজ দুপুরে ইলিশা পাকার মাথায় নির্বাচনী অস্থায়ী ক্যাম্পসহ ভোলার কোষ্টগার্ডের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ সৃষ্টিতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযারী কাজ করতে তৎপর থাকবে কোষ্টগার্ড। উপকূলীয় ৪৩টি ইউনিয়নে শান্তি-শৃঙ্খলা  রক্ষায় কাজ করে যাচ্ছে কোষ্টগার্ড।
কোন ধরনের সন্ত্রাস ও নির্বাচন বানচালের চেষ্টা করলে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযারী বাংলাদেশ কোষ্টগার্ড আইনী ব্যবস্থা নিবে।
এ সময় কোষ্টগার্ডের গোয়েন্দা পরিচালক ক্যাপ্টেন সুমন হায়দার, দক্ষিন জোনের কমান্ডার ফারুক মাহমুদ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।