সর্বশেষঃ

ভোলায় ‘এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি’ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় চরনোয়াবাদ সরকারি শিশু পরিবার (বালিকা)’য় ‘এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি’ ও কুইজ প্রতিযোগিত অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন এর সভাপতিত্বে রবিবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: নজরুল ইসলাম, সরকারি শিশু পরিবার (বালিকা)’র উপতত্ত্ববধায়ক সেলিনা আক্তার।
জেলা তথ্য অফিসারের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মো: আবু তাহের শিক্ষার্থীদের মাঝে দীর্ঘসময় মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে বক্তব্য প্রদান করেন। মুক্তিযুদ্ধের গল্পশুনি অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সভায় উপপরিচালক, জেলা সমাজসেবা অধিদপ্তর, ভোলা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করে তার অভিমত ব্যক্তকরে বলেন, এধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য খুবই সময় উপযোগী এ অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।