তজুমদ্দিনে ১০২ পিচ ইয়াবা ২ জন আটক

স্টাফ রিপোর্টার ॥ ভোলার তজুমদ্দিন থানা পুলিশের হাতে ১০২ পিজ ইয়াবা ট্যাবলেট সহ বোরহানউদ্দিন পক্ষিয়া ইউনিয়নে দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকালে আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় জেল হাজতে পাঠানো হয়। রবিবার দিবাগত সন্ধ্যা ৬টার দিকে তজুমদ্দিন থানাধীন শম্ভপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের শরীফ মাস্টার বাড়ীর দরজায় পাকা রাস্তা থেকে দুইজনকে পুলিশ আটক করেছিল।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, রবিবার দিবাগত সন্ধ্যা ৬টার দিকে এসআই (নিঃ) মোঃ মামুন অর রশিদ পল্টনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শম্ভপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ গোলকপুর সাকিনের শরীফ মাস্টারের বাড়ীর দরজায় পাকা রাস্তার থেকে মাদক ব্যবসায়ী মামুন হাসান (৪৫) ও মোঃ রাকিব হোসেন (২৩) কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মামুন বোরহানউদ্দিন থানার পক্ষিয়া ৭নং ওয়ার্ডের মৃত আলী আকবর ওরফে আলী আজগরের ছেলে। এবং রাকিব চরফ্যাশন থানার বশুতুল্লাহ চৌমহনী এলাকার ৯নং ওয়ার্ডের মোঃ ছবির ওরফে ছগির সিকদারের ছেলে। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। এ বিষয় তজুমদ্দিন থানায় নিয়মিত মামলা রুজু করা হয় এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।