সর্বশেষঃ

ভোলায় ‘বিবার’ উদ্যোগে ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ভোলার বাণী রিপোর্ট ॥ ভোলায় অসহায় দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করার লক্ষ্যে ফ্রি ডেন্টাল ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) সকালে ‘দি বেষ্ট ইনিশিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন’ (বিবা) আয়োজনে এই ফ্রি ডেন্টাল ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে অসহায় দুই শতাধিক নারী-পুরুষদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ফ্রি ডেন্টাল, স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
শহরের ভোকেশনাল রোডের বিবার মানবতার দেয়ালে এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান। এসময় গেস্ট অব অনার হিসেবে বক্তব্য প্রদান করেন ভোলা জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা: কেএম শফিকুজ্জামান, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, আরটিভি প্রতিনিধি সাধারণ সম্পাদক অভিতাভ রায় অপু, দৈনিক ভোলার বাণী’র সম্পাদক মোঃ মাকসুদুর রহমান, ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ: একিউ.এম হাসান তারিক, ডাঃ শাহিন চৌধুরী, ডাঃ গোলাম রাব্বি চৌধুরী স্বাক্ষর, ডাঃ নাজিম উদ্দিন নয়ন, আর্মি ডেন্টাল এর অহিদুর রহমান, মজুমদার ডেন্টাল কেয়ারের সুব্রত মজুমদার।


এ সময় আরো উপস্থিত ছিলেন একুশে টিভি প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, দেশ টিভি প্রতিনিধি ছোটন সাহা, চ্যানেল ২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু, হেল্প এন্ড কেয়ারের প্রতিষ্ঠাতা রাকিব উদ্দিন অমি, এখন টিভি প্রতিনিধি ইমতিয়াজুর রহমান, বিডিএফ এর ভোলা কো-অর্ডিনেটর রাজিব আহমেদ, সাংবাদিক আনোয়ার হোসেন প্রমূখ। অনুষ্ঠানের সভাপত্বিত করেন, ভোলা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মাইনুল ইসলাম শামীম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন তালহা তালুকদার বাঁধন। অনুষ্ঠানে ভোলা কলেজের রোভার স্কাউটস ও ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজের স্কাউটস দল ভলেন্টিয়ারী দায়িত্ব পালন করে।
এসময় দি বেষ্ট ইনিশিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন’ (বিবা) নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম এর পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মুনাজাত অনুষ্ঠিয় হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন, খলিফাপট্টি ফেরদাউস জামে মসজিদের খতিব মুফতী মাওলানা মোঃ মুজির উদ্দিন। অসহায়দের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ‘দি বেষ্ট ইনিশিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন’ (বিবা) সংগঠনকে মানবিক কাজের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সহযোগীতার ঘোষণা দেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। এছাড়াও মানবিক কার্যক্রম পরিচালনার জন্য জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান ৫ হাজার টাকা এবং ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ: একিউ.এম হাসান তারিক ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।
জেলা সিভিল সার্জন কেএম শফিকুজ্জামান এই ধারা অব্যাহত রেখে পুনরায় ডাঃ রাব্বি চৌধুরী স্বাক্ষর ও অন্যান্য ডাক্তারদের সমন্বয়ে ‘দি বেষ্ট ইনিশিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন’ (বিবা) ব্যানারে মেডিকেল ক্যাম্পের আয়োজনের আশ্বাস দেন।


‘দি বেষ্ট ইনিশিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন’ (বিবা) নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম বলেন, যাদের হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই। কিছু রোগী আছে যারা দাঁতের ব্যাথা হলেও ডাক্তারের স্বরনাপন্ন হন না। এমন লোকেদের সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় সমাজের বিত্তবানদের অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি। পড়ে বিনামূল্যে ১০জনকে কোরআন শরীফ উপহার দেওয়া হয় বিবার পক্ষ থেকে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।