সর্বশেষঃ

ভোলায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে ভোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সকালে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় । পড়ে জেলা প্রশাসক হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তামিম আল ইয়ামিন। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার সরকার, জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা এস এম দেলোয়ার হোসাইন, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক কর্মসুচি এডভোকেট বীথি ইসলাম, জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসচির উপ-পরিচালক মো. আব্দুর রশিদ, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক লিটন আহমেদ, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রকল্প পরিচালক পুস্টিবিদ মোঃ বাবুল আখতার, ফায়ার সার্ভিস ভোলা এর উপ সহকারী পরিচালক লিটন আহমেদ প্রমুখ। এর আগে ফায়ার সার্ভিস ভোলা এর আয়োজনে অগ্নি নির্বাপন মহরা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিনিধিসহ বিভিন্ন পেশার প্রতিনিধি অংশ নেয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।