সর্বশেষঃ

ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ভোলার বাংলাবাজারে বিক্ষোভ মিছিল

এইচ এম এরশাদ, (বাংলাবাজার): ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ভোলার বাংলাবাজারে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর ২০২৩) জুম্মা নামাজ শেষে কয়েকটি মসজিদের ইমাম ও শতাধিক সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে সড়কে মিছিল প্রদর্শন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

মিছিল শেষে বাংলাবাজার চত্বরে বক্তব্য রাখেন, আল রিফাই জামে মসজিদের খতিব মাওলানা রাকিবুল ইসলাম ও বাংলাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি হেলাল উদ্দিন রহমানি এবং বাংলাবাজার ফাতেমা খানম জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আবুল কাশেম সাহেব।
মাওলানা মুফতি হেলাল উদ্দিন রহমানি বলেন,
ঘাম বের হলে মানুষ কাপড় বদলায়, রক্ত ঝড়লে ইতিহাস বদলায়। তার ধারাবাহিকতায় মুসলমানদের জন্য রক্ত দিতে হলে রক্ত দিব, জীবন দিতে হলেও আমরা দিব।
তিনি আরো বলেন, প্রয়োজনে আমরা রক্ত দেবো তবুও আমরা ফিলিস্তিনিদের পাশে থাকবো। এসময় তিনি ইসরাইলি সকল পণ্য বয়কট করার আহবান জানান।
মাওলানা আবুল কাশেম বলেন, সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলিদের প্রতিঘাত করতে হবে। জান প্রাণ দিয়ে হলেও মুসলিমদের প্রথম কেবলা স্বাধীন করতে হবে।
এ সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় সকল মসজিদের খতিব ও সর্বস্তরের শতাধিক মুসল্লিরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।