সর্বশেষঃ

স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় প্রসপারিটি প্রকল্পের আওতায়

ভোলার ইলিশায় ২৮ তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলার ইলিশায় ২৮ তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের কৃমি নাশক ঔষধ খাওয়ানো, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় ইলিশা মুরাদ ছবুল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা কার্যক্রমের আয়োজন করে।
“কৃমিনাশক সেবন করি, কৃমিমুক্ত বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্রকে সামনে রেখে স্কুল হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক উম্মে হাবিবা। বক্তব্য রাখেন টেকনিক্যাল অফিসার কমিউনিটি মোবিলাইজেশন মোঃ মাসুম বিল্লাহ, সহকারি শিক্ষক মোঃ জাকির হোসেন জুয়েল। উপস্থিত ছিলেন সহকারি শিক্ষিকা রেহানা বেগম, সহকারি শিক্ষক দিপক চন্দ্র রায়। সহযোগিতায় ছিলেন সহকারি টেকনিক্যাল অফিসার (পুস্টি) মোঃ জাহিদ হাসান, শাপলা সামাজিক উন্নয়ন কেন্দ্র (কিশোরী) ও স্কুলের ক্ষুদে ডাক্তাররা। ক্যাম্পেইন এর আওতায় স্কুলের সকল শিক্ষার্থীদের কৃমি প্রতিরোধে প্রযয়োজনীয় স্বাস্থ্যবিধি সম্পর্কে সেশন পরিচালনা করা কৃমিনাশক খাওয়ানে ও লিফলেট বিতরণের মাধ্যমে কৃমির প্রকোপ কমানোর জন্য সবাইকে সচেতন করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।