সর্বশেষঃ

দৌলতখানে প্রাথমিকে শ্রেষ্ঠ শিক্ষিকা আমেনা ফাহিম

মোঃ মিরাজ হোসাইন ॥ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ অংশগ্রহণ করে উপজেলা পর্যায়ে পর পর দুইবার শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা হিসেবে নির্বাচিত হলেন আমেনা ফাহিম। আমেনা ফাহিম দৌলতখানের খুবই পরিচিত একটি নাম। তিনি একাধারে একজন শিক্ষক, কবি, সাহিত্যিক, গীতিকার ও আবৃত্তি শিল্পী হিসেবে ব্যাপকভাবে পরিচিত। তিনি তার সৃজনশীল কর্মকা-ের জন্য সকল পর্যায়ে প্রশংসা কুঁড়িয়েছেন। তিনি একজন দক্ষ ও মেধাবী শিক্ষিকা হিসেবে পরিচিত। এছাড়াও তিনি প্রাথমিক শিক্ষা পরিবারের একজন গর্বিত সদস্য। আমেনা ফাহিম দৌলতখান উপজেলায় জন্মগ্রহণ করেন। পাঁচ ভাইবোনের মধ্যে আমেনা ফাহিম বাবা মার প্রথম সন্তান। ছোটবেলা থেকেই সংস্কৃতিমনা পরিবারে তার বেড়ে ওঠা। মা বাবা দু’জনেই তাকে সকল কাজে নানা উৎসাহ উদ্দীপনা যুগিয়ে তিলে তিলে বড় করেছেন।
আমেনা ফাহিম দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। এরপর দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০০৪ সালে কৃতিত্বের সাথে এস.এস.সি ও দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজ থেকে ২০০৬ সালে কৃতিত্বের সাথে এইচ.এস.সি পাস করেন। পরে তিনি চট্টগ্রাম সরকারি কলেজ থেকে স্নাতক ও ইডেন মহিলা কলেজ থেকে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর পাশ করেন। এছাড়াও তিনি বিএড ও বিপিএড প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন। বর্তমানে তিনি দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে অত্যন্ত সুনামের সাথে কর্মরত আছেন। তবে সবচেয়ে আনন্দের বিষয় হলো, আমেনা ফাহিম ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
আমেনা ফাহিম একজন করোনাযোদ্ধা শিক্ষক ছিলেন। দিনাজপুরের স্বপ্নপুরীতে শিক্ষার আলো ডট.কম আয়োজিত করোনাযোদ্ধা শিক্ষক মিলনমেলায় নির্বাচিত শিক্ষক হিসেবে ভোলা থেকে দিনাজপুর মনোনীত হয়েছিলেন। এছাড়াও ময়মনসিংহ বিভাগের শিক্ষক গ্রুপের সাথে পরিচিতি এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করে সম্মাননা স্মারক গ্রহণ করেন।
শৈশবকাল থেকেই আমেনা ফাহিম এর লেখালেখির প্রতি প্রবল ঝোঁক ছিল। ২০১৫ সাল থেকে তার লেখা বিভিন্ন পত্র-পত্রিকার সাহিত্য পাতায় প্রকাশিত হয়েছে। এরপর থেকেই সাহিত্যাঙ্গনে তার বিরামহীন পথচলা।
কলকাতার বই মেলায় হার্টবিটে কবিতার আনাগোনা নামক একটি যৌথকাব্যে তার ‘ভালোবাসি’ কবিতাটি প্রকাশিত হয় ২০১৮ সালে। ২০১৯ সালেও কলকাতা বই মেলায় হার্টবিটে কবিতার আনাগোনা ২ বইতে তার আরও একটি কবিতা প্রকাশিত হয়। এছাড়া অসংখ্য যৌথ কাব্য এবং ম্যাগাজিনে তার প্রকাশিত হয়েছে অসংখ্য কবিতা। অমর একুশে গ্রন্থমেলা-২০২২ এ প্রকাশিত হয়েছে আমেনা ফাহিম-এর প্রথম একক কাব্যগ্রন্থ “গোধূলীর আত্মকথন”। বইটিতে ৪৭ টি কবিতা রয়েছে। কবিতায় প্রকৃতি, প্রেম, দেশাত্মবোধ, সমসাময়িক এবং বৈশ্বিক প্রেক্ষাপটে রচিত লেখাগুলো স্থান পেয়েছে। ইতিমধ্যে বইটি পাঠক মহলে স্থান করে নিয়েছে।
তার কৃতিত্ব সম্পর্কে জানতে চাইলে আমেনা ফাহিম দৈনিক ভোলার বাণী’কে বলেন, আলহামদুলিল্লাহ ! আমি দ্বিতীয় বারের মতো উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির প্রতিযোগীতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা নির্বাচিত হয়েছি। এই অর্জন ধারাবাহিকভাবে ধরে রাখা বড়ই কঠিন ব্যাপার। আমার বিদ্যালয়ের শিক্ষকরাও আমাকে অনুপ্রেরণা যুগিয়েছেন। উপজেলায় অনেক শিক্ষক রয়েছেন যারা আমার চেয়েও অনেক যোগ্য। তবুও আমাকে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা হিসেবে নির্বাচিত করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সকলের প্রতি বিন¤্র চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা আমার কোমলমতি শিক্ষার্থীদের প্রতি যাদের ছাড়া আমি একদমই শুন্য। তাদের জন্যই আজকে আমার এই সম্মান। সর্বোপরি, আমি শ্রেষ্ঠ হতে চাইনা, আমি কর্মে বিশ্বাসী। যতদিন বাঁচব ভালো কাজ করে যাবো।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।