ভোলার ইলিশায় বন্ধুকে হত্যার ঘটনায় জেলা পুলিশের প্রেস ব্রিফিং

মোঃ ওমর ফারুক ॥ ভোলার ইলিশা চডার মাথা মাছ ঘাটে সিগারেট নিয়ে বন্ধুকে হত্যার ঘটনায়, হত্যা মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও হত্যার কাজে ব্যবহৃত আলামত উদ্ধার বিষয়ে প্রেস ব্রিফিং করেছে জেলা পুলিশ প্রশাসন। রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ ব্রিফিং করা হয়।
ব্রিফিংকালে ভোলা সদর সার্কেলের পুলিশ কর্মকর্তা রিপন চন্দ্র সাংবাদিকদের জানান, গত ০৯ সপ্টেম্বর ২০২৩ তারিখে ভোলার ইলিশা চডার মাথা মাছ ঘাটে সিগারেট নিয়ে ঝগড়া ঝাটি ও কলহে মোঃ রাসেলকে হত্যায় আসামী মোঃ রিয়াজ তার হাতে থাকা জাল কাটার চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে রাসেলের গলার নীচে বাম পাশে কোপ মারলে গলার নীচে গভীর কাটা রক্তাক্ত যখম হয়। যার ফলে প্রচুর রক্তপাত হয়। তাদের মারামারি বন্ধ করতে গেলে স্বাক্ষী মামুন মালের হাতে কোপ দিয়ে বাম হাতের উপরে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে সাক্ষীরা রাসেলকে দ্রুত ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেন। মৃত রাসেলের পিতা তোফাজ্জল ভান্ডারি মাতা মিনারা বেগম ও আত্মীয় স্বজনদের উপস্থিতিতে মৃত রাসেল (১৯) এর লাশের সুরত হাল প্রস্তত করত ময়না তদন্তের ব্যবস্থা করেন। এ ঘটনায় নিহত রাসেলের মা মিনারা বেগম বাদী হয়ে ০৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ভোলা সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১৬, ধারা-৩২৪/৩০২ পেনাল কোড।
ঘটনার প্রাথমিক তদন্তে অভিযান পরিচালনা করে মামলার এজাহার নামীয় আসামী মোঃ রিয়াজ (২৫), পিতা মোঃ শাহ আলম, মাতা সুফিয়া বেগম, সাং কালুপুর ১ নং ওয়ার্ড, ইউনিয়ন পূর্ব ইলিশা, থানা- ভোলা সদর, জেলা ভোলাকে গ্রেফতার করা হয়। তবে ধৃত আসামী রিয়াজের বিরুদ্ধে পূর্বে কোন মামলা (পিসিপিআর) নেই। ব্রিফিংকালে ইলিশা তদন্ত কেন্দ্রের আইসি গোলাম মোস্তফা ও আইসি আব্দুল্লা আল মামুন উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।