সর্বশেষঃ

দৌলতখানে বহিষ্কারের কথা শুনে জ্ঞান হারালেন শিক্ষক

ডেস্ক রিপোর্ট ॥ ভোলার দৌলতখানে আলিম পরিক্ষা কেন্দ্রের কক্ষ ও সিট নাম্বার পরিবর্তন করে পরিক্ষা নেওয়ায় পরীক্ষার্থী বিবি খাদিজা ও মনিরুল ইসলাম নামে এক সহকারি মৌলভী শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। তারা দুজনই কলাকোপা আলীম মাদরাসার শিক্ষক ও ছাত্রী। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে দৌলতখান সরকারি আবু আবদুল্লা কলেজের মাদ্রাসা পরিক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ দিকে, বহিষ্কার কথা শুনে শিক্ষক মনিরুল ইসলাম পরিক্ষা কেন্দ্রে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে শিক্ষকরা তাকে দৌলতখান হাসপাতালে ভর্তি করেন।
জানা যায়, শিক্ষক মনিরুল ইসলামের সহযোগীতায় পরিক্ষার্থী বিবি খাদিজা ফিকাহ প্রথমপত্র পরিক্ষা চলাকালীন কক্ষ ও সিট নাম্বার পরিবর্তন করে তার কক্ষে পরিক্ষা দিচ্ছিলো। বিষয়টি কর্তব্যরত ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার ভূমি মুন্নী ইসলামের নজরে আসলে আমলে নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাইদুজ্জামান কেন্দ্র সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওলানা ছামাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ওই শিক্ষককের সহযোগীতায় কক্ষ পরিবর্তন করে তার কক্ষে পরিক্ষায় নেওয়ায় দুজনকে বহিষ্কার করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।