ভোলায় আগুণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক হস্তান্তর

ইয়ামিন হোসেন ॥ ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারে আগুণে ক্ষতিগ্রস্ত ১০ ভাড়াটিয়া ও ১৩ ঘর মালিকসহ মোট ২৩ জনকে চেক হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভোলা সদর উপজেলা প্রশাসনের হলরুমে ক্ষতিগ্রস্তদের মাঝে এ চেক হস্তান্তর করা হয়।
ক্ষতিগ্রস্ত ১০ ভাড়াটিয়াদের জনপ্রতি ১০ হাজার টাকার চেক এবং ঘর মালিকদের জনপ্রতি ৬ হাজার টাকার চেক ও দুই ভান করে টিন বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্তদের মাঝে চেক হস্তান্তর করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ, সদর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম।
উল্লেখ্য, গত ৪ মে ২০২৩ রাতে ইলিশা জংশন বাজারে আগুনে ১০টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়। ওইদিন সকালেই ঘটনাস্থল পরিদর্শন করে সহযোগীতার আশ্বাস দিয়েছেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।