সর্বশেষঃ

ভোলায় বিলুপ্তির পথে বর্ষার অলংকার কদম ফুল

জে আই সবুজ ॥ চারিদিকে রিমঝিম বর্ষা। হয়তো বর্ষার আগমনই ঘটে মনোমুগ্ধকর কদম ফুল ফোটার মধ্যে দিয়ে। আর তেমনই ফুল ফুটতে দেখা গেছে ভোলার কিছু জায়গায়। দেখতে মনে হয় প্রকৃতি যেন আজ কানের দুলে সেজেছে কদম ফুল দিয়ে। এই ফুল ছোট বড় সবাইর নজর কাড়ে। কেউ কেউ কচি ফুল সংগ্রহ করে প্রিয়জনকে উপহারও দেন।
ভোলা সদরের আবহাওয়া অফিস রোডের একটি বাসার ছাদ থেকে কদম ফুল সংগ্রহ করতে দেখা গেছে শিশুদেরকে। শহরে কিংবা গ্রামে আগের মত তেমন একটা চোখে পড়েনা বর্ষার এ কদম ফুল। ধীরে ধীরে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে চিরচেনা বর্ষার ফুল।
কদম ফুল বর্ণে, গন্ধে, সৌন্দর্যে এদেশের ফুল গাছগুলোর মধ্যে অন্যতম। কদম ফুলের রয়েছে নানান ঔষধি উপকারিতা। এক সময় ভোলার অলি গলিতে প্রচুর কদম ফুলের সৈান্দর্য্য চোখে পড়ত। নগরায়নের যুগে মানুষের সামান্য প্রয়োজনে কেটে ফেলছে কদমসহ বহু গাছ। যার কারণে বহুগুণে গুণান্বিত কদম গাছ আজ হারিয়ে যেতে বসেছে প্রকৃতি থেকে।


সানজিদুল ইসলাম বলেন, কদম ফুলগাছ প্রকৃতির এক অপরুপ সুন্দর্য বহনকরে, কদমগাছ যেমন মানুষের উপকারে আসে তেমনি এর ফুল বর্ষাকালে তার সুন্দর্য তুলে ধরে, তাই সকলের উচিৎ বর্ষা মৌসুমে অন্যান্য গাছের পাশাপাশি একটি করে কদম ফুলগাছ লাগানো।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।