তজুমদ্দিনে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ ভোলার তজুমদ্দিনে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। শশুড়-শাশুড়ি ও দেবরের হাতে শারীরিক নির্যাতনের শিকার ওই গৃহবধূকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কেয়ামূল্লাহ গ্রামের মফিজের ছেলে রুবেলের সাথে দুই বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয় একই গ্রামের আঃ রবের মেয়ে শিরিনা বেগমের। বিয়ের সময় শ্বশুড় বাড়ি থেকে যৌতুক হিসেবে নগদ ২ লাখ টাকা নেয় রুবেলের পরিবার। শিরিনা জানান, কিছুদিন যাবৎ ছেলে ব্যবসা করবে এমন কথা বলে রুবেলের মা বাবা আমার বাবার কাছ থেকে টাকা এনে দিতে চাঁপ সৃষ্টি করে। টাকা এনে দিতে না পারায় বিভিন্ন অজুহাতে আমার স্বামী আমাকে মারধর করে। গত শনিবার রাত ৯ টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে শ্বশুড় মোঃ মফিজ, শ্বাশুড়ী ফাতেমা, দেবর রাকিব, ননদ ফাহিমা মিলে আমাকে এলোপাতাড়ি মারধর করে। পরে আত্মীয়-স্বজনরা আমাকে তজুমদ্দিন হাসপাতালে এনে ভর্তি করে। তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।