লিচুর চাহিদা বেড়েছে লালমোহনে

স্টাফ রিপোর্টার ॥ মৌসুমের সুস্বাদু ও রসালো ফল লিচুতে সয়লাব ভোলার লালমোহনের বাজার। প্রতি পিস লিচু বিক্রি হচ্ছে ৩ থেকে ৪ টাকা। শ’র হিসেবে বাজারে একশত লিচুর মূল্য তিন থেকে চারশত টাকা। দাম একটু বেশি হলেও ক্রেতারা মৌসুমি ফল হিসেবে কিনতে ভিড় করছেন দোকানগুলোতে।
লালমোহন পৌর শহর ঘুরে দেখা গেছে, বাজারে বোম্বাই থ্রি-জি ফোর-জি, কাপাসিয়া, আডিসহ কয়েকটি জাতের লিচু রয়েছে। পৌর শহরের অন্তত ১৫ থেকে ২০ টি দোকানে বিক্রি করা হচ্ছে এসব লিচু। জেলার কোথায়ও লিচুর চাষ না হওয়ায় বিক্রেতাদের এসব লিচু আনতে হচ্ছে রাজশাহী, যশোর, সিলেট, পাবনা ও কুমিল্লা থেকে।
পৌর শহরের চৌরাস্তার মোড়ের লিচু বিক্রেতা কামাল বিশ্বাস জানান, প্রতি বছর লিচুর মৌসুমে এ ব্যবসা করি। এ মৌসুমে বাজারে লিচুর প্রচুর চাহিদা থাকে। সব সময় ভালো মানের লিচু বিক্রি করার চেষ্টা করি। এতে করে অনেক লিচু বিক্রি করতে পারি। যার ফলে লিচুর মৌসুমে মোটামুটি ভালোই আয় হয়।
পৌর শহরের আরেক লিচু বিক্রেতা মো. মনির বলেন, অন্য বছরের চেয়ে এবার বেশি দামে আমাদের লিচু কিনতে হচ্ছে। এ জন্য ক্রেতাদের কাছেও একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এ বছর লিচুর মানও অনেক ভালো। দাম বেশি হলেও ক্রেতারা তাদের সাধ্যের মধ্যে লিচু কিনছেন।
বাজারে লিচু কিনতে আসা জাকির ও আল-ইসলাম নামের দুই ক্রেতা জানান, গত বছরের চেয়েও এবার বাজারে লিচুর দাম কিছুটা বেশি। তবুও মৌসুমি ফল হিসেবে নিজের সাধ্যের মধ্যে লিচু কিনেছে। বাজারের লিচুগুলো অনেক মিষ্টি এবং রসালো। এ জন্য দাম বেশি হলেও পরিবারের জন্য কিনে নিয়ে যাচ্ছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।