সর্বশেষঃ

ভোলায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত

ভোলায় যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩রা নভেম্বর) জেলা আওয়ামীলীগের কার্যালয়ে সকালে জেলা হত্যা দিবস পালিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে বক্ত্য রাখেন বর্ষিয়ান রাজনীতিবীদ, সাবেক সফল বাণিজ্যমন্ত্রী, ভোলা-১ আসনের সংসদ সদস্য আহাজ্ব তোফায়েল আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সাবেক সহ-সভাপতি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু, দোস্ত মাহমুদ, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, আলহাজ্ব মোহাম্মদ ইউনছ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিুজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশসহ জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, সভাপতি-সম্পাদকগণসহ আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আজ ৩রা নভেম্বর আমাদের জাতির জন্য এক কলঙ্কময় দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর কারাগারে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়। এ ঘৃণ্য-বর্বরোচিত হত্যাকা-ের সাথে জড়িতরাই স্বাধীনতার বিরোধী। স্বাধীনতাবিরোধী এসব অপশক্তি যাতে কোনভাবে মাথা চাঁড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।