সর্বশেষঃ

চরফ্যাশনে বালুভর্তি জিও ব্যাগের সাথে শ্রমিক নিখোঁজ

ভোলার চরফ্যাশনে বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনার নদী ভাঙ্গনে বাঁধ মেরামত কাজ করতে গিয়ে বালু ভর্তি জিও ব্যাগ মেঘনায় বাঁধের তলদেশে ফেলতে গিয়ে ব্যাগের সাথে উত্তাল মেঘনায় পরে শাহীন (৩০) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর ২টায় মেঘনা পাড়ে এই দুর্ঘঘটনা ঘটে। নিখোঁজ শাহীন আছলামপুর ইউনিয়নের আয়েশাবাগ গ্রামের বাদশা হাওলাদারের বড় ছেলে। বিকাল থেকে ফায়ার ফায়ারের সার্ভিসের ডুবরীদল নিখোঁজ শাহিনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

জানা গেছে, গত তিন মাস ধরে চরফ্যাশনের বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীর ভাঙন প্রতিরোধে জিও টেক্সটাইল ব্যাগ ফেলে জরুরি মেরামত কাজ চলছে। এ কাজে মো. শাহিন শ্রমিক হিসেবে কাজ করছিলেন। চরফ্যাশন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চরফ্যাশন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান জানান, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালানো হয়েছে। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।