ভোলায় ৯ দিন পর ২৪ ঘণ্টায় দুই জনের নতুন করে করোনা শনাক্ত

ভোলায় ৯ দিন পর গত ২৪ ঘণ্টায় ৬ জনের নমুনা পরীক্ষা করে দুই জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে দুই জনের বাড়ি ভোলা সদর উপজেলায়। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩৩ জনে দাঁড়িয়েছে। জেলায় মোট মৃত্যু হয়েছে ৯৩ জনের।
রোববার ভোলার সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৭ হাজার ৯২৩ জন।

সিভিল সার্জন ডাঃ মোঃ শফিকুজ্জামান ভোলার বাণী কে বলেন, এখন আর মানুষ আগের মতো করোনা পরীক্ষা করে না। একজন-দুইজন করে পরীক্ষা করে। এখন তো জাতীয় পর্যায়েই করোনা আক্রান্তের হার ১৫ ভাগের কাছাকাছি। পার্সেন্ট বুঝতে হলে কমপক্ষে ১০০ জনের সেম্পল কালেকশন দিতে হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।