বক আর পানকৌড়ি’র কলকাকলিতে মুখর বোরহানউদ্দিন ভূমি অফিস এলাকা

দেশের পাখি সমৃদ্ধ এলাকার মধ্যে দ্বীপজেলা ভোলা অন্যতম। শত শত বক আর পানকৌড়িদের কলকাকলিতে মুখর এখন ভোলার বোরহানউদ্দিন উপজেলার ভূমি অফিস চত্তর সহ আশ পাশের এলাকা। পাখিদের স্থায়ী এ অবাদ বিচরণ স্থানীয়দের মধ্যে বেশ আলোড়ন সৃস্টি করেছে। সাড়া বছরই পাখিগুলো এখানে অবস্থান করছে। দিনে দিনে বিস্তৃত করছে তাদের বসতি। স্থানীয়রা ছাড়াও পাখিদের এ সৌন্দর্য দেখতে আসে বিভিন্ন স্থানের পাখি প্রেমিরা।


বন্যেরা বনেই সুন্দর আর শিশুরা মাতৃ কোড়ে। কিন্তু সে বনের শত শত পাখি ঘর বেধেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার জনবহুল পৌরসভার কোলজুড়ে ৫নং ওয়ার্ডের ভূমি অফিস চত্তরে। ইতোমধ্যেই পাখিরা দখল করে নিয়েছে পাশাপাশি আরো কিছু এলাকা। নির্ভয়ে পাখিগুলো প্রায় ১০ বছর ধরে স্থায়ীভাবে বসবাস করে আসছে বলে জানালেন স্থানীয় সাংবাদিক মোবাশ্বের হোসেন শিপন ও মহিউদ্দিন আজিম। পাখীদের এ অবাদ বিচরণ মুগ্ধ করেছে এলাকার বাসিন্দাদের। পাখিদের কলকাকলিতে স্থানীয়দের ঘুম ভাঙ্গে। ব্যাস্ততম সড়কের উপড়ের বিশাল আয়তনের গাছ জুড়ে পাখিদের বসবাস। চলাচলকারীদের গায়ে পাখিদের মল পড়লেও তারা বিন্দু মাত্র অপ্রস্তুত হন না, তারা আনন্দের সাথেই তা মেনে নেন। দূর-দূরান্ত থেকে আসছে উৎপুল্ল মানুষ পাখিদের কলকাকলি উপভোগ করছে। ভীড় করছে পাখি প্রেমিরাও। কেউ ছবি তুলে নিচ্ছে আপন মনে। পাখিরাও যেন মানুষের প্রতিবেশি হয়ে বছরের পর বছর তাদের নিরাপদ আবাস গড়ে তুলেছে। এ যেন এক অন্যরকম উপলব্দি। মন যেন জুড়িয়ে যায়। এমন জনবহুল এলাকায় পাখিদের নিরাপদ আবাস স্থল অবাক করার মতো।


বোরহাউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, জানান, ভোলা একটা গ্রিন প্যালেস। পরিবেশ অনেক সুন্দর ইকো সিস্টেম অনেক ব্যালেন্স যার কারণে দেখা যাচ্ছে পাখিগুলো এখানে এসে থাকছে। বোরহানউদ্দিনের মানুষও অত্যান্ত পরিবেশ সচেতন ফলে সাড়া বছরই পাখিগুলো এখানে নির্বিঘেœ বসবাস করছে। অনেক সময় দেখা গেছে পাখির ডিম পড়ে গেছে কিংবা বাচ্চা পড়ে গেছে তা আমরা আবার পাখিদের বাসায় তুলে দিয়েছি। সাধারণ মানুষ চায় পাখিগুলো সারা বছরই এখানে থাকুক। বাংলাদেশের অন্যান্য স্থানেও যদি মানুষের সহযোগিতায় সত্যিকার অর্থে নৈসর্র্গিক পরিবেশ নিশ্চিত করা যায় তবে বনের পশু পাখিরাও সব যায়গায় নির্বিঘেœ থাকতে পারবে বলে আমার বিশ^াস।
প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে বক ও পানকৌড়ি। তবে প্রাকৃতিক জলাশয় কমে যাওয়ায় হুমকিতে পড়েছে পাখিগুলো। এসব পাখি রক্ষায় আরও সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশবাদীরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।