সর্বশেষঃ

ভোলায় স্কাউটস ডে ক্যাম্প অনুষ্ঠিত

ভোলা শহরের প্রাচীনতম বিদ্যাপীঠ ভোলা আব্দুর রব স্কুল এন্ড কলেজে স্কাউটস ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস, ভোলা জেলার আয়োজনে অনুষ্ঠিত ডে ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস ভোলা জেলার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী।
ভোলা জেলা স্কাউটস এর সম্পাদক ও ভোলা আব্দুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) তামিম আল ইয়ামিন, জেলা স্কাউটস এর কমিশনার মীর আমির হোসেন, ভোলা সরকারী কলেজের রোভার স্কাউটসের কোষাধ্যক্ষ প্রভাষক মোঃ এরশাদ, চরফ্যাশন উপজেলা স্কাউটস এর আমিনুল একরাম। এসময় উপস্থিত ছিলেন, জেলা কাব লিডার মোঃ ছিদ্দিক, নাহিদ মোর্শেদা মিশুসহ জেলা স্কাউটস এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন ভোলা জেলা স্কাউটস লিডার ও ভোলা আব্দুর রব স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, রোভার ইসমাইল হোসেন, রাকিবুল ইসলাম, তারেক, রেদোয়ান, আম্মার হোসেন, মোঃ নাঈম, রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্য আল আমিন প্রমুখ।
দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠানে টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলাস্কুল), দৌলতখান আজাহার আলী মাধ্যমিক বিদ্যালয়, ভোলা আব্দুর রব স্কুল এন্ড কলেজের ৪৫জন স্কাউটার অংশগ্রহণ করেন। ডে ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হাইকিং, তাবুকলা, অনুমান, গেজেট, প্রাথমিক প্রতিবিধান, গেরো, বিপি’র পিটিসহ স্কাউটের বিভিন্ন বিষয়ে ধারনা লাভ করেন। পরবর্তীতে তারা পিএল কোর্সে অংশগ্রহণের জন্য এবং আগামী ডিসেম্বরে চট্টগ্রামে আন্তর্জাতিক জাম্বরীতে অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণ করছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।