সিসি ক্যামেরার আওতায় আসছে বোরহানউদ্দিনের সব গুরুত্বপূর্ণ এলাকা

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাজার ও লঞ্চঘাটসহ সব গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপজেলায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, ইভটিজিং ও নারী নির্যাতনসহ সব ধরণের অপরাধ দমনে এ উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ শাহীন ফকির শুক্রবার দুপুরে জানান, সব ধরণের অপরাধ দমনে বোরহানউদ্দিন উপজেলার সব বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার-লঞ্চঘাটসহ গুরুত্বপর্ণ সব এলাকায় সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বোরহানউদ্দিন পৌরসভার সদর রোড, নুর মার্কেট, হাওলাদার মার্কেটসহ পৌর এলাকার সব বাজার, উপজেলার কাচিয়া ইউনিয়নের কুঞ্জেরহাট, হাসাননগর ইউনিয়নের হাকিমুদ্দিন, কাজিরহাট, টবগী ইউনিয়নের রাস্তার মাথা, দেউলা ইউনিয়নের মজম বাজার, তালুকদার হাট, সাচড়া ইউনিয়নের দরুণ বাজার, বড় মানিকা ইউনিয়নের কেরামত গঞ্জ, মানিকার হাট, আলিমুদ্দিন, কুতুবা ইউনিয়নের রানীগঞ্জ, গঙ্গাপুর ইউনিয়নের খায়ের হাট বাজারসহ গুরুত্বপূর্ণ সব বাজারে সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ভবিষ্যতে পুরো উপজেলায় সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলেও জানান বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির।
সেই লক্ষ্যে বৃহস্পতিবার সকালে বোরহানউদ্দিন বাজারের নূর মার্কেটে সিটিটিভি ক্যমেরা’র শুভ উদ্বোধন করা হয়েছে। ভোলার পুলিশ সুপার সাইফুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় এসপি সাইফুল ইসলাম বলেন, বোরহানউদ্দিন বাজারের সার্বিক নিরাপত্তায় সিসিটিভি ফুটেজ খুবই গুরুত্বপূর্ণ। যে কোন অপরাধ সংগঠিত হওয়ার ভিডিও ফুটেজ সংরক্ষিত থাকলে অপরাধ দমনে বিশেষ ভূমিকা পালন করা সহজ হবে। তাই এ উপজেলায় সিসিটিভি ক্যামেরা বসানো ছিল সময়ের দাবী।
অনুষ্ঠানে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলাম হাওলাদার, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির, বোরহানউদ্দিন থানার পরিদর্শক ওসি (তদন্ত) আবদুল্লাহ আল মামুন সহ বাজার ও নূর মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার হাসাননগর ইউনিয়নের হাকিমুদ্দিন লঞ্চঘাট ও ওই এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা বসানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।