সর্বশেষঃ

ভোলায় হরিণের মাংসসহ দুই শিকারি আটক

ভোলার মনপুরা উপজেলায় জবাইকৃত আট কেজি হরিণের মাংসসহ দুই শিকারিকে আটক করেছে বন বিভাগ। আটককৃতরা হলেন- মো. আরিফ ও মো. শাকিল। এদের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দাসেরহাট গ্রামে। আজ শুক্রবার (১৫ জুলাই) সকালে এদের বিরুদ্ধে বন্য প্রাণী নিধন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চর পিয়াল এলাকার সংরক্ষিত বনাঞ্চল থেকে এদের আটক করা হয়।

স্থানীয় বন বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মনপুরার পচাকোড়ালিয়া বিট কর্মকর্তা মো. আব্বাস আলীর নেতৃত্বে বন বিভাগের একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় জবাইকৃত আট কেজি হরিণের মাংসসহ মো. আরিফ ও মো. শাকিলকে আটক করা হয়। পরে তাদেরকে মনপুরা রেঞ্জের অফিসে এনে বন্য প্রাণী নিধন আইনে মামলা দেওয়া হয়েছে।
মনপুরা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃত দুই শিকারির বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।