ইউরোপের ঈদুল আযহার বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয় পর্তুগাল এর লিসবন শহরে

ইউরোপের ঈদুল আযহার বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয় পর্তুগাল এর লিসবন শহরে।

প্রাসা দা মাতৃমমনিজ এ হোটেল মুন্ডিয়াল এর পাদদেশে দৃষ্টি নন্দন খোলা পার্কে প্রায় ৬০০০ থেকে ৭০০০ মুসুল্লির সমাগমে আয়োজিত হয় ঈদুল আজহার বৃহত্তম জামাত।
প্রবাসী বাংলাদেশি ছাড়াও ঈদের জামাতে অংশ গ্রহন করেন বিভিন্ন দেশের অভিবাসী মুসলিমগন।
কোরবানি ও ঈদের নানাবিধ তাথপর্য আলোচনা শেষে সকাল ৮ টার সময় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করেন ধর্মপ্রান মুসুল্লিগন।
লিসবনের বাইতুল মুকাররম জামে মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ এ ঈদের জামাত এ ইমাম এর দ্বায়িত্ব পালন করেন।
নামাজ শেষে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাগন গণমাধ্যম কর্মীদের মাধ্যমে পর্তুগাল সরকার কে ধন্যবাদ জানিয়েছেন মুসলমানদের সর্ববৃহৎ এ ধর্মীয় উৎসব এ অনুমতি প্রদান করার জন্য পাশাপাশি পর্তুগাল এ বসবাসরত সকল বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।