লালমোহনে বাংলা নববর্ষ পালিত

বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভোলার লালমোহনে বাঙ্গালি জাতির ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ ১৪২৯ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই যায়গায় এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠান মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪২৯ কে বরণ করে নেওয়া হয়।
এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মদন মহন, করিমুননেছা-হাফিজ মহিলা কলেজের অধ্যক্ষ আব্বাছ উদ্দিন, আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান কামরুল, রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ, ধলগৌরনগর ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টুসহ আরো অনেকে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।