সর্বশেষঃ

এবারের আইপিএলে সবচেয়ে দামী খেলোয়াড় ইষান কিষান

আইপিএলের মেগা নিলাম চলছে। আর শনিবার ২০২২ সালের নিলামে সর্বোচ্চ দাম পেয়েছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ইষান কিষান। তাকে কিনেছে মুম্বাই ইন্ডিয়ানস। তাকে দলে নিতে মুম্বাই খরচ করেছে ১৫ কোটি ২৫ লাখ রুপি।
ইষান কিষান মুম্বাইয়ের হয়েই গত আসরে খেলেছেন। মেগা নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজি। কিন্তু তাকে ফের নিজেদের দলে নিতে মরিয়া ছিল মুকেশ আম্বানির মালিকানাধীন দলটি। ফলে মুম্বাই ইষান কিষানের জন্য দর হাঁকাতেই থাকে। তাদের সঙ্গে নিলাম যুদ্ধে যোগ দেয় পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটানস। তবে মুম্বাই শেষ পর্যন্ত তাদের নিজের খেলোয়াড়কে রেখে দিতে সমর্থ হল
এদিকে ১৫ কোটি ২৫ লাখ রুপি পাওয়ার মাধ্যমে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি মূল্য পাওয়া ভারতীয় উইকেটরক্ষক হিসেবেও রের্ক্ড গড়েছেন ইষান। এর আগে দিল্লি ক্যাপিটালসের সাবেক অধিনায়ক শ্রেয়ার আয়ারকে আজ ১২ কোটি ২৫ লাখ রুপিতে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। এর মাধ্যমে ২০২২ সালের সবচেয়ে দামী খেলোয়াড় হন আয়ার। কিন্তু তাকে আজই সরিয়ে দিলেন ইষান কিষান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।