লালমোহনে ১৫ মন জাটকা ইলিশ জব্দ, ৮ জনকে শাস্তি

ভোলার লালমোহনে জাটকা ইলিশ রক্ষায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতাধীনের অভিযানে ৮ জেলেকে আটক এবং ১৫ মন জাটকা ইলিশ মাছ জব্দ করেন ভ্রাম্যমান আদালত। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাতির খাল ঘাটে এ অভিযান পরিচালানা করেন।
অভিযান পরিচালনা কালে ১৫ মন জাটকা ইলিশ মাছ জব্দ ও ৮ জেলেকে আটক করা হয়েছে। জব্দকৃত মাছ গুলো ২২টি এতিমখানা বিতরণ করা হয়। আটক ৮ জেলেকে ৫টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আটককৃত জেলেরা হলেন, মোঃ হাসিম ব্যাপারী, মোঃ জাকির, মাহমুদুল হক, ওবায়দুল্লাহ, মোঃ সেলিম, আব্দুল মন্নান, মোঃ কাঞ্চন, মোঃ আরিফ। তারা সবাই উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তিরখাল এলাকার বাসিন্দা। এসময় লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুসসহ কোস্টগার্ডর সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।