ভোলায় দুই যুবলীগ নেতা বহিষ্কার

ভোলায় যুবলীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নির্দেশনা ও শৃঙ্খলা ভঙ্গ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) ভোলা সদর উপজেলা শাখা যুবলীগ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।


ভোলা সদর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. মনিরুজ্জামান (মনির মিজি) ও যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন রিপন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত দুই বিদ্রোহী প্রার্থীর নাম উল্লেখ করা হয়। বহিস্কৃত যুবলীগ নেতাগণ হলেন- ৫ নং বাপ্তা ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. কামাল হোসেন। তিনি বাপ্তা ইউনিয়নে নৌকা প্রার্থীর বিরুদ্ধে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরজন ১১ নং ভেদুরিয়া ইউনিয়ন যুবলীগ শাখার সভাপতি মো. মোস্তফা কামাল। তিনি ভেদুরিয়া ইউনিয়নে নৌকা প্রার্থীর বিরুদ্ধে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।