দৌলতখানে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

“বিজ্ঞান প্রযুক্তি ও নৈতিকতাঃ একসূত্রে গাঁথা, স্মার্টফোন আসক্তিঃ পড়াশোনার ক্ষতি” এই প্রতিপাদ্য নিয়ে দৌলতখান উপজেলায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। দুদিন ব্যাপি এ মেলার উদ্বোধন করেন দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার। বিজ্ঞান মেলা উদ্বোধনের পর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন। এসময় আরো বক্তব্য রাখেন দৌলতখান পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, দৌলতখান আবু আবদুল্লা সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ, দৌলতখান বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সেক্রেটারী ও যুগান্তর পত্রিকার দৌলতখান প্রতিনিধি শ ম ফারুক, একাডেমিক সুপার ভাইজার রিনা আকতার, দৌলতখান প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মহিনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা। মেলায় দৌলতখান উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা স্টলের মাধ্যমে দর্শনার্থীদের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে ধারনা প্রদান করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।