সর্বশেষঃ

২৩ বছর পর সোনাপুর ইউপি নির্বাচন সম্পন্ন

ভোলার বোরহানউদ্দিন ও তজুমদ্দিনের ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা

দুই একটি বিছিন্ন ঘটনার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে ভোলায় চতুর্থ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট দেয়ার জন্য ভোটাররা সকল ৮টার আগ থেকেই কেন্দ্রগুলোতে ভীড় করতে দেখা গেছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে মহা খুশি। তারা বলছেন, এ রকম শান্তিপূর্ণ ভোট আমরা বিগত ২০ বছরেও দেখিনি। অপ্রীতিকর পরিস্থিতে এড়াতে প্রশাসনকে মাঠে তৎপর দেখা গেছে। বোরহানউদ্দিন উপজেলায় ইউপি নির্বাচনে ৭ ইউনিয়নের মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের ৪ প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী ৩ জন বিজয়ী হয়েছেন। এছাড়া তজুমদ্দিনের সোনাপুর ইউপিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সেখানে শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে।


জানা গেছে, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্রগুলোতে দেখাগেছে উৎসব মুখর পরিবেশ। ভোটাররা স্বতস্ফুর্তভাবে তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেছেন। শীতের সকালে দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে সকল কষ্ট উপক্ষো করে তারা ভোট প্রদান করেছেন। তবে বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান সমর্থিত প্রার্থীদের মধ্যে দু’একটি বিছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুই একটি ঘটনা ছাড়া পুরো উপজেলা শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ভোট গ্রহণ চলে ৪টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে বেসরকারীভাবে বোরহানউদ্দিন উপজেলায় ইউপি নির্বাচনে ৭ ইউনিয়নের মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের ৪ প্রার্থী এবং ৩টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হওয়ার তথ্য পাওয়া গেছে। বিজয়ী প্রার্থীরা হলেন- পক্ষিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতিকের আলাউদ্দিন। হাসান নগর ইউনিয়নে নৌকা প্রতিকের আবেদ চৌধুরী। কুতুবা ইউনিয়নে নৌকা প্রতিকের নাজমুল আহসান (জোবায়েদ মিয়া)। টবগী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী অটোরিস্কা প্রতিকের জসিম হাওলাদার। বড়মানিকা ইউনিয়নের নৌকা প্রতিকের জসিম উদ্দিন হায়দার। দেউলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকের আসাদুজ্জামান বাবুল। কাচিয়া ইউনিয়ন নৌকা প্রতিকের আব্দুর রব কাজী।


অন্যদিকে তজুমদ্দিনের সোনাপুর ইউপি নির্বাচনে দীর্ঘ ২৩ বছর পর উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। আগেই চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধিতায় আ’লীগের প্রার্থী নির্বাচিত হলেও ভোটারদের আগ্রহের কমতি ছিলো না। সকাল ৮ টায় অনুকুল পরিবেশ ও প্রশাসনের নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহন শুরু হয়।
সুত্রে সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল : ১ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোঃ তছলিম পাটওয়ারী (ফুটবল), ২ নং ওয়ার্ডে আরিফ তালুকদার (মোরগ), ৩নং ওয়ার্ডে জাকির হোসেন (তালা), ৪ নং ওয়ার্ডে আব্দুল মান্নান (তালা), ৫ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম রফিক (মোরগ), ৬ নং ওয়ার্ডে মহিউদ্দি সাজি (টিউবওয়েল), ৭ নং ওয়ার্ডে মোঃ সালেম মাতাব্বর (তালা), ৮ নং ওয়ার্ডে শাহ মোঃ শাহবুদ্দিন (আপেল), ৯ নং ওয়ার্ডে আমিনুল ইসলাম (টিউবওয়েল)।
এছাড়াও সংরক্ষিত (মহিলা) সদস্য হিসেবে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে জোস্না বেগম (তালগাছ)। ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে নুসরাত (বই)। ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে রাসেদা বেগম (মাইক) বিজয়ী হন। নির্বাচন সংশিষ্টদের সাথে যোগাযোগ করে এমন তথ্য পাওয়া গেছে। তবে, দ্রুততম সময়ের মধ্যেই বিজয়ী প্রার্থীদের বে-সরকারী ফলাফল ঘোসনা করেবে উপজেলা নির্ব াচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আমীর খসরু গাজী। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় নৌকা প্রতিকের প্রার্থী মেহেদী হাসান মিশু হাওলাদার চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এছাড়াও সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট ৬৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।