সর্বশেষঃ

ইন্দোনেশিয়ায় ৭.৫ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্পের পর ইস্ট নুসা তেঙ্গারার নাগেকেও শহরে পাহাড়ের একপাশে ধুলা উড়তে দেখা যায়। ছবি রয়টার্স থেকে নেওয়া

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠছে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় এলাকা। মঙ্গলবার রিখটার স্কেলের ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। এর প্রভাবে দেশটিতে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

ইন্দোনেশিয়ার আবহাওয়া দফতরের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স বলছে, স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে দেশটির ফ্লোরেস দ্বীপের মাউমেরের ১১২ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটি আঘাত হানে।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ফ্লোরেস সাগরের ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস তাৎক্ষণিকভাবে রিখটার স্কেলে এর মাত্রা ৭ দশমিক ৬ বলে জানালেও পরে তা সংশোধন করে ৭ দশমিক ৩ বলে উল্লেখ করা হয়। তবে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে ভূমিকম্পের পর আতঙ্কে মানুষ-জন বাড়ির বাইরে বেরিয়ে আসেন। ইন্দোনেশিয়ার ফ্লোরেস আইল্যান্ডের মাউমের শহরের বাসিন্দা অগাস্টিনাস ফ্লোরিয়ানাস রয়টার্সকে জানান, ভূমিকম্পের পর আতঙ্কে সবাই রাস্তায় বেরিয়ে এসেছিলেন।

সূত্রঃ independent24.com

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।