সর্বশেষঃ

সিলিন্ডারে গ্যাস কম, ভোলায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ওজনে কম গ্যাস সরবরাহ করে বাজারজাত করার দায়ে ভোলায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভোলা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার এর যৌথ অভিযানে ভোলা পৌর ৫ নং ওয়ার্ডের উত্তর চরনোয়াবাদ এলাকার মেসার্স সানাউল্লাহ এন্টারপ্রাইজ ও শহরের খালপাড় রোড এর মেসার্স আমাতুল্লাহ এন্টারপ্রাইজ নামক দুটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে পৃথক দুটি মামলায় ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান।

তিনি জানান, উভয় প্রতিষ্ঠানেই ১২ কেজি ওজনের সিলিন্ডারের সঠিক মাপের গ্যাস পাওয়া যায়নি। প্রতিটি সিলিন্ডারে সর্বোচ্চ দুই কেজি পর্যন্ত গ্যাস কম সরবরাহ করে বাজারজাত করছে তারা। ব্যাপারটি গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন আগেই জানতে পারে। সিলিন্ডারে গ্যাস কম থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৬ ধারায় সানাউল্লাহ এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা ও আমাতুল্লাহ এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।