চরফ্যাশনে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মৎস খাতের উন্নয়ন ও মৎসপ্রজনন বাড়ানোর লক্ষ্যে ভোলার চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ কোস্টগার্ড চরমানিকা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম ওয়ালী উল্লাহ এর নেতৃত্বে কোস্টগার্ড বাহিনী (২১ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২ টা পর্যন্ত মেঘনা নদীর চরপাতিলা, ঢালচর, চরহাসিনাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন। পরে উপজেলার মৎস্য অফিসার মারুফ হোসেন মিনালের নির্দেশে জব্দকৃত ৫০হাজার মিটার কারেন্ট জাল কোস্টগার্ড অফিস সংলগ্ন ঘাটে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। বাংলাদেশ কোষ্টগার্ড চর মানিকা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম ওয়ালীউল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।