ভোলা ও চরফ্যাশনে “গবাদী পশু পালনে ঝুকি হ্রাস” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভোলার ভেদুরিয়া ও চরফ্যাশনের দুলার হাটে “গবাদী পশু পালনে ঝুকি হ্রাস” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের গবাদী পশু সুরক্ষাসেবা কার্যক্রমের আওতায় (এসডিসি) এর অর্থায়নে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজনে সকালে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট এলাকায় ও চরফ্যাশন উপজেলার দুলারহাট শাখায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


ভোলার ভেদুরিয়ার ব্যাংকেরহাট এলাকায়ও প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে বক্তব্য রাখেন, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রহিম, ব্যাংকেরহাট শাখার শাখা ইনচার্য মোঃ ইউনুছ ও সম্প্রশারণ কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। প্রশিক্ষণে পারিবারিক পর্যায়ে গবাদী পশু পালনের ৩৫জন খামারী অংশ নেয়।
এছাড়া চরফ্যাশনে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপ-পরিচালক ডাঃ খলিলুর রহমান, ভিসিএফ নাসিরউদ্দিন প্রমানিক, এড়িয়া ইনচার্য মোঃ আমজাদ হোসেন, শাখা ইনচার্য মোঃ সামসুদ্দিন ও সম্প্রশারণ কর্মকর্তা খুররম মিয়া। প্রশিক্ষণে বিভিন্ন শ্রেণীর ৩০জন খামারী অংশ নেয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।